
বনানীর সিসা লাউঞ্জে খুনের ঘটনায় সরাসরি জড়িত দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
র্যাব জানিয়েছে, সিসা লাউঞ্জের ভেতরে কে কোথায় বসবে, তা নিয়ে দ্বন্দ্বে কারণেই খুন হয়েছেন রাহাত হোসেন রাব্বী।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ১৫ আগস্ট কুমিল্লা থেকে মাকসুদুর রহমান হামজা ও অন্য আসামি মুন্নাকে গ্রেপ্তার করা হয়। সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের পর শত্রুতার জেরে রাহাত হোসেন রাব্বীকে হত্যা করা হয়।
ঘটনার পর সিসা লাউঞ্জের মালিক ইব্রাহিম পলাতক, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন, “গত ১৪ আগস্ট ভোরে বনানীর ৩৬০ সিসা বারে রাহাতকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়।”
শীর্ষনিউজ