Image description
 

বগুড়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধে মো. রাসেল নামে এক নৈশপ্রহরীকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার মধ্যরাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

হত্যায় জড়িত থাকায় পুলিশ এক কিশোরকে (১৬) গ্রেফতার করেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাসেল (২৮) সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুরপাড়ায় আবু বক্করের ছেলে। তিনি বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের নৈশপ্রহরী ছিলেন। রাসেল কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার আগে প্রতিবেশী মো. আরিফের ছেলে এক কিশোরের কাছে আট হাজার টাকা ধার নেন। বর্তমানে ওই কিশোর রাসেলের কাছে ২২ হাজার টাকা দাবি করছিল। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

 

এর জের ধরে ওই কিশোর বুধবার মধ্যরাতে রাসেলের বাড়িতে যায়। তাকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কিশোর রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা রক্তাক্ত রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত রাসেলের সঙ্গে প্রতিবেশী এক কিশোরের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে ওই কিশোর ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনার পরপরই ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাসেলকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।