
বাংলাদেশের অত্যন্ত নামকরা এই সাংবাদিক ভাই তার ছড়ানো পিটার হাস সংক্রান্ত ভুয়া খবরটির ব্যাপারে দেখলাম একটি কৈফিয়ত দিয়েছেন।
কিন্তু কৈফিয়ত দিতে গিয়েও বেশ ভুগিজুগির আশ্রয় নিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, প্রশ্নবোধক চিহ্নি দিয়ে উনারা খবরটি প্রকাশ করেছেন। এরপক্ষে প্রমাণ হিসেবে দেখিয়েছেন চ্যানেল ওয়ানের ফেসবুক পেইজে প্রকাশ করা ফটোকার্ডটি।
ফটোকার্ডটিতে লেখা রয়েছে "পিটার হাসের সাথে কি বৈঠক করতে কক্সবাজার গেছেন এনসিপির ৪ শীর্ষ নেতা তাসনীম জারা, হাসনাত, সারজিস ও পাটোয়ারী?”
এটা দিয়ে নামকরা সাংবাদিক ভাইটি বুঝালেন যে, উনারা কনফিউশন রেখেই 'কি' প্রশ্নটি যুক্ত করে খবরটি প্রচার করেছেন।
কিন্তু আর্কাইভ করা সেই ফেসবুক পোস্টটিতে ফটোকার্ডে উপরের বাক্য লেখা থাকলেও ক্যাপশনে লেখা ছিল, “৫ আগস্ট রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান বাদ দিয়ে সকালের ফ্লাইটে কক্সবাজারের একটি হোটেলে সাবেক অ্যামেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সাথে কী আলোচনা করতে গেছেন এনসিপির শীর্ষ চার নেতা? বিস্তারিত আসছে...”
অর্থাত, হাসের সাথে নিশ্চিত বৈঠক হয়েছে তা জানানো হয়েছে "পিটার হাসের সাথে কী আলোচনা করতে গেছেন" তা বলার মাধ্যমে।
এছাড়াও এই ফটোকার্ড পোস্ট করার পরে আরেক ভিডিওতে সাংবাদিক ভাইটি নিশ্চিত করে বলেছিলেন--
“....একটি প্রশ্ন সামনে আসে যে, কেন তারা কক্সবাজারে গিয়েছেন। সেটি আমরা খবর নিয়ে জানলাম যে, আজকে সকালে একটি ফ্লাইটে তারা কক্সবাজারে গিয়েছেন। এবং তারা এরইমধ্যে সেখানে সাবেক এমেরিকান রাষ্ট্রদূত যিনি এখন এই মুহূর্তে বাংলাদেশে অন্য একটি এমেরিকান কোম্পানির হয়ে কাজ করছেন তার সাথে তারা বৈঠক করেছেন। সেই বৈঠকটি এখনও চলছে।....”
অর্থাত, কৈফিয়ত দিতে গিয়েও ভুগিজুগির আশ্রয় নিয়েছেন। নিজে নিশ্চিত করে ভুয়া খবর ছড়ানোর পর বলছেন, প্রশ্ন রেখে ছড়িয়েছেন!