
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেনের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার ক্রেস্ট গ্রহণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ যখন চেয়ারম্যানকে ‘পলাতক’ বলে খুঁজছে, তখন প্রকাশ্যে ইউএনওর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মুন্সিবাজার ইউনিয়ন পরিদর্শনে গিয়ে ইউএনও আফরোজা হাবিব শাপলা এই ছবি তোলেন। ছবিতে দেখা যায়, চেয়ারম্যান রাহেল হোসেন তাকে ক্রেস্ট দিচ্ছেন। এই ঘটনা প্রশাসন ও জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ডিবি পুলিশের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামিও তিনি।
ইউএনও আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। পরিদর্শনের পর ফেরার সময় চেয়ারম্যান এবং মেম্বাররা হঠাৎ করে এসে তাকে ক্রেস্ট দেন। তিনি বলেন, “সে মামলার আসামি সেটা জানি। কিন্তু সে তো আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থেকে তো তাকে বরখাস্ত করা হয়নি।” একই সঙ্গে তিনি জানান, আসামিকে ধরা পুলিশের কাজ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন, “আমরা শুনেছি, চেয়ারম্যান হঠাৎ এসে ক্রেস্ট দিয়ে চলে গেছেন। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।” তিনি আরও বলেন, “তাকে যেখানেই পাবো, সেখানেই গ্রেপ্তার করবো।”
মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, তারা রাহেল হোসেনকে খুঁজছেন, কিন্তু তিনি বারবার আত্মগোপন করছেন।