Image description

সাংবাদিক আরিফ জেবতিক বলেছেন, শিবির এবারই জীবনের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, প্রশাসনের ৩৬ পাতা সিভির ভিসি থেকে শুরু করে সকল ‘সাধারণ ছাত্রছাত্রীর’ মধ্যে ছড়িয়ে আছে তারা। এখন এই দখল তো তারা ছাড়বে না। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

আরিফ জেবতিক বলেন, হলে ছাত্র রাজনীতি চালু হলে আবার গণরুম-গেস্টরুমের নির্যাতন শুরু হবে, এই যুক্তিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। যুক্তিটা শুনে আমার মনে পড়ল তিতুমীর কলেজের সেই সহজ সরল ভাইটির কথা, যিনি প্রবল আবেগে বলেছিলেন আমরা ‘সাধারণ ছাত্রছাত্রীরা’ কলেজে ছাত্র রাজনীতি চাই না এবং তার কিছুদিন পরেই সেই ‘সাধারণ ছাত্র’ ভাইটি শিবিরের তিতুমীর শাখার সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হলেন!

তিনি বলেন, শিবির এবারই জীবনের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে, প্রশাসনের ৩৬ পাতা সিভির ভিসি থেকে শুরু করে সকল ‘সাধারণ ছাত্রছাত্রীর’ মধ্যে ছড়িয়ে আছে তাঁরা। ঘুমিয়ে আছে শতেক শিবির সকল ছাত্রছাত্রীর অন্তরে। এখন এই দখল তো তারা ছাড়বে না।

তিনি আরো বলেন, যদি হলে আবার গণরুম আর গেস্টরুম চালু হয়; চালু হওয়া মাত্র তাদেরকে ধোলাই দেন। কিন্তু চালু হইতে পারে এইরকম আশংকায় হলের ছাত্র রাজনীতি বন্ধ করাটা আসলে ‘সাধারণ ছাত্রছাত্রীদের’ একচ্ছত্র আধিপত্য স্থাপনের কুচেষ্টা মাত্র।