
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা, তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কথা বলেছেন ঢালিউড নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এটিকে ভুল বোঝাবুঝি আখ্যার দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন— একটা ভুল-বোঝাবুঝি দেখা যাচ্ছে। আরও ডালপালা ছড়ানোর আগেই পরিষ্কার করা দরকার মনে করছি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই জাদুঘরের সামনে যে প্রতীকী সমাধিস্থল বানানো হয়েছে, সেখানে ১৬ বছরে (জুলাই ২৪সহ) ফ্যাসিস্ট সরকারের হাতে প্রাণ হারানো সব শহীদের নাম চারপাশের বৃত্তাকার মার্বেলে উল্লেখ থাকবে।
এ নির্মাতা বলেন, সব ধর্ম, লিঙ্গ, পেশা, বয়সের মানুষের নাম একই বৃত্তে থাকবে। আর বৃত্তের ভেতরে মুসলিম শহীদদের স্মরণে প্রতীকী কবর আর অন্য ধর্মের শহীদদের স্মরণে প্ল্যাক থাকবে। আর মেমোরিয়ালের বাইরে থাকবে একটা দুই লাইনের কবি—
‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন
সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন।'
এটি লিখেছেন জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনার— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালিহা নামলাহ।
থ্যাংক ইউ।