আগামীকাল শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়ে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।
তিনি আরও লিখেছেন, প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান। আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।