Image description

মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি উদ্বেগের কথা জানায়।

এমএসএফর হিসাবে, জুলাই মাসে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনিতে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোট ৫১টি গণপিটুনির ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হন।

এছাড়া, রাজনৈতিক সহিংসতার ৪৮টি ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯৩ জন।

জুনে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় আটজন নিহত ও ৪৩০ জন আহত হন।

ওই মাসে গণপিটুনির ৪১টি ঘটনায় ১০ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ জানিয়েছে, জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। তাছাড়া, প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তথ্য সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এমএসএফর হিসাবে, জুলাই মাসে সংখ্যালঘু নির্যাতনের আটটি ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা মরদহ উদ্ধার করা হয়েছে ৫১ জনের। কারা হেফাজতে মারা গেছেন ১০ জন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়েছে।