
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা যেন আর কখনো এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে না যাই—এজন্যই তত্ত্বাবধায়ক কাঠামো জরুরি।’ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ২০তম বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘কমিশনের আলোচনায় ধারাবাহিক অগ্রগতি হচ্ছে এবং জুলাই সনদের প্রাথমিক খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। দুপুরের মধ্যে তা রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেয়া হবে।’
তিনি বলেন, ‘কয়েকটি বিষয়ে আলোচনা হলেও এখনো নিষ্পত্তি হয়নি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।’ তবে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
‘সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আমরা যৌথ আলোচনার মধ্য দিয়ে সংশোধন করেছি। এখন পর্যন্ত ১২টি বিষয়ে আমরা একমত হয়েছি, দুটি বিষয়ে রয়েছে ‘নোট অব ডিসেন্ট’ বলেন তিনি।
তত্ত্বাবধায়ক কাঠামো বিষয়ে তিনি বলেন, ‘এটি এমনভাবে গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ভয়াবহ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জাতিকে না পড়তে হয়। আমরা এই আলোচনাগুলো একটি দলিল আকারে জাতির সামনে উপস্থাপন করতে চাই।’
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই-তিন দিনের মধ্যেই সব আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সনদ প্রস্তুত হবে। আলী রীয়াজ বলেন, ‘আপনারা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন—সেই প্রেক্ষাপটে এই ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’