Image description

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের টপফ্লোরের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এ দিন রাত ১০ টা ৪০ মিনিটে ২১ তলা বিশিষ্ট সেনা কল্যাণ ভবনের টপ ফ্লোরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

এসব তথ্য নিশ্চিত করে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, ‘আমরা রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখান থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও কাজ চলছে।