
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে রোকন (১৪) ও তার দেড় বছর বয়সী বোন আয়েশা মারা গেছে। ভাই-বোনের এ মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়। এর আগের রাতেই মারা যায় ছোট্ট আয়েশা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। আর আয়েশা মারা যায় ৬৩ শতাংশ দগ্ধ নিয়ে।”
এ ঘটনায় এখনো তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তারা হলেন—ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫) ও ছেলে তামীম (১৮)। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ এবং তামীমের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী দগ্ধ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে। পরিবারটি সূত্রাপুরের কাগজিটোলা এলাকার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকত। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় স্থানীয় ভাড়াটিয়াদের সহায়তায়।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, “রাতের বেলায় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সবাই পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লিক থেকে জমে থাকা গ্যাসেই এই বিস্ফোরণ ঘটে।”
তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।
শীর্ষনিউজ