
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে বলেছেন, আবরার ফাহাদকে আসলেই ওরা মারতে পারে নাই। ডকুমেন্টারিটা আবার দেখলাম। দেখা শেষ করে স্তব্ধ হয়ে থাকলাম। ভুলে গেলাম আমি কি আবরার ফাহাদকে নিয়ে কিছু দেখলাম? নাকি আবু সাইদ? নাকি ওয়াসিম? নাকি শান্ত? নাকি ওমর ফারুক? নাকি এরা আসলে একই মানুষ? আমরা জাস্ট নানান নামে চিনি আরকি!
উল্লেখ্য যে, আবরার ফাহাদকে নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই স্ট্যাটাস দেন সংস্কৃতি উপদেষ্টা।