Image description

হাসনাত আব্দুল্লাহ

 

এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বললো আমরা না-কি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি অগাস্টের ৪ তারিখও বলা হইলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। কিছুদিন আগে ছড়ানো হইলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পড়শু দিন শুনলাম আর্মি নাকি আমারে এরেস্ট করে থানায় নিয়া গেছে।

একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো আর আমরা সবাই বিশ্বাস করলাম!

চলতে থাকুক।এসব গুজব,অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই।

শুধু একটাই প্রশ্ন - হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাঁদেরকে তথ্য-প্রমানহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?