
মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা এবং দেশব্যাপী চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে জি এম কাদের বলেন, দেশের এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১–এ দেশের স্বাধীনতা সংগ্রাম এবং ২৪ সালের গণ-অভ্যুত্থানে এ দেশের সূর্যসন্তানেরা জীবন দেননি। মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জি এম কাদের বলেন, ‘আইন ও সালিস কেন্দ্র আসকের বরাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০ মাসে মব ভায়োলেন্সের মাধ্যমে সারা দেশে ১৭৪ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮০, খুলনায় ১৪, রাজশাহীতে ১৬, রংপুরে ৭, সিলেটে ৫, চট্টগ্রামে ২৯, বরিশালে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মব ভায়োলেন্সে হত্যার এমন তথ্য ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে।’
জি এম কাদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া হুঁশিয়ারিতেও ভয়ার্ত ও ঘৃণ্য মব ভায়োলেন্স কমছে না। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে মব ভায়োলেন্স সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দেশে নিরাপদ পরিস্থিতি সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান।