ভারত যত দিন শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, তত দিন বাংলাদেশের মানুষের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার ‘ফেলানি হত্যা থেকে ডামি ইলেকশন : কেড়ে নেওয়া স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনাসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আলোচনাসভায় মাহমুদুর রহমান বলেন, ‘যত দিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, তত দিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে সব সময় সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রগতিশীল বনাম মৌলবাদী রাজনীতি আবার বাংলাদেশে নিয়ে আসার যে ষড়যন্ত্র চলছে, সেটাকে অবশ্যই নস্যাৎ করে দিতে হবে।