Image description

ভারত যত দিন শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, তত দিন বাংলাদেশের মানুষের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার ‌‌‘ফেলানি হত্যা থেকে ডামি ইলেকশন : কেড়ে নেওয়া স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনাসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আলোচনাসভায় মাহমুদুর রহমান বলেন, ‘যত দিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, তত দিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে।

 
তারা শুধু এত বড় অপরাধীকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে দিচ্ছে। কাজেই এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজেই ভারত যদি শত্রু হতে না চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক, আমরাও তাদের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব।’আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এমন একটি বিপ্লব হয়েছে, যে বিপ্লবে আমরা বিদেশিদের কোনো সাহায্য নিইনি।
১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়, তাই ৫৪ বছর ধরে তারা বাংলাদেশের ওপর মাতব্বরি করার চেষ্টা করেছে।’

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে সব সময় সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রগতিশীল বনাম মৌলবাদী রাজনীতি আবার বাংলাদেশে নিয়ে আসার যে ষড়যন্ত্র চলছে, সেটাকে অবশ্যই নস্যাৎ করে দিতে হবে।