
মিনার রশিদ
প্রিয় হাসনাত আব্দুল্লাহ,
বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির মধ্যে একটা মিনিমাম বোঝাপড়া থাকা দরকার বলে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের মধ্যে এই নগণ্য একজন। নিজেরা যখন ঝগড়া শুরু করেন তখন আপনাদের কমন শত্রুর কথা ভুলে যান।
সর্বশেষ আপনি বিএনপির এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে খোঁচাটি মেরেছেন তা দেখে আতংকিত বোধ করছি।
প্রিয় ছোটু ভাই, জনগণ পাশে থাকলেও অনেক সময় পালাতে হয়।
ইরানের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় নেতা ইমাম খোমেনি সহ আরও অনেককে পালাতে হয়েছিল। যতবড় পাহলোয়ানই হোন না কেন, আধুনিক রাষ্ট্র শক্তির সামনে ইমাম খোমেনিরাও নস্যি হয়ে পড়ে । কারণ হিউম্যান বডির এটাই সীমাবদ্ধতা।
আপনি জনপ্রিয়তার তোড়ে ভেসে এখন এক- এগারো আর চব্বিশের প্রেক্ষাপট এক করে ফেলছেন।
জানি না দৃশ্যমান জনপ্রিয়তা আপনাদের জন্যে আবার বদহজম হয়ে পড়ছে কি না!
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ আওয়ামীলীগের সভাপতি ছিলেন। স্বাধীনতার পর নিজের দলের কান্ডকারখানা দেখে তিনি মন্তব্য করেছিলেন, অতি জনপ্রিয়তা আওয়ামীলীগের বদহজমের কারণ হয়েছে। জানি না সেই লেবেলের জনপ্রিয়তা আপনাদের ভাগ্যে আদৌ জুটবে কি না।কিন্তু বদহজমের নমুনা স্পষ্ট হয়ে পড়ছে।
আপনাদের কঠিন সময়ে বিএনপি, জামায়াতের রাজনৈতিক সমর্থন ও সার্বিক সহযোগিতা পেয়েছিলেন বলেই ভয়ংকর দানবকে সরানো সম্ভব হয়েছে। কুল ডাউন, ছোটু ভাই কুল ডাউন। একটি মাত্র উচ্চারণই আবার মুহূর্তে হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে।