Image description

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাস থেকে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

 

একই সঙ্গে তার একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চমেক কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রাবাস থেকে বহিস্কার করা শিক্ষার্থীর নাম তাইফ হোসেন নিয়ন। তিনি চমেকের এমবিবিএস ৬৪তম ব্যাচের শিক্ষার্থী।

কলেজ সূত্র জানায়, সম্প্রতি সাধারণ ক্ষমা নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সোমবার রাতে তাইফ হোসেন নিয়নের ওপর চড়াও হন কিছু শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে চমেকের গোয়াছিবাগান এলাকার প্রধান ছাত্রাবাসের ডাইনিং হলে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সমর্থকেরা তার ওপর চড়াও হন। এ সময় তাকে চড়-থাপ্পড়ও মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কলেজ চমেক অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও পুলিশ সদস্যরা ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চমেক অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ছাত্রাবাস থেকে ঠিক বহিষ্কার নয়, ওই ছাত্রের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য তাকে ছাত্রাবাস থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, চমেক শিক্ষার্থী নিয়ন আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছে। গত বছরের ২৩ অক্টোবর ছাত্রাবাস ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও সহপাঠীদের মারধরের ঘটনায় ৭৫ জনকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। ওই সময় ১১ জন শিক্ষার্থী মুচলেকা দেওয়ার পর সাধারণ ক্ষমা পেয়েছিলেন। নিয়ন তাদের মধ্যে একজন।