Image description

জামালপুরের নান্দনিক সৌন্দর্যের বিজয় চত্বরের (মির্জা আজম চত্বর) মূল স্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে স্থাপন করা হবে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। 

মঙ্গলবার সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়। গত ৩ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানা গেছে।  

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের মতো জামালপুরেও স্থাপন করা হবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। সেই কারণে জামালপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় চত্বরে স্থাপনাটি ভাঙা হচ্ছে৷ 

২০২৩ সালে ৭ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে এ চত্বর ও স্থাপনাটি তৈরি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার৷ সেই সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিলো মির্জা আজম চত্বর।