স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে কর্মসূচি দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বনানীতে নিজ ক্যাম্পাস এলাকায় কর্মসূচি থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন জাতীয় প্রেসক্লাবের সামনে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে বিশাল জাতীয় পতাকা নিয়ে প্রেসক্লাবে জড়ো হন তারা। আধাঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা শিক্ষাভবনের দিকে চলে যান। পরে তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতের দাবি তোলেন। পরবর্তীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বিকাল সাড়ে চারটার দিকে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন কয়েক শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের বেরিকেড ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়।
সচিবালয়ের সামনে জড়ো না হতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ পুলিশের ঊধ্বর্তনরা বারবার শিক্ষার্থীদের অনুরোধ করেন। তারপরেও সচিবালয় সড়কের নিরাপত্তা চৌকি ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা টাইমসকে বলেন, ‘সচিবালয় এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আমরা শিক্ষার্থীদের বারবার বলেছি এখানে জড়ো না হতে। তাদের একটি দল ভেতরে যান। এরপরেও নিরাপত্তা চৌকি ভেঙে বহু শিক্ষার্থী পরিচয়ধারী সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ শুরু থেকেই ধৈর্যের পরিচয় দিয়ে আসছিল। কিন্তু তারা কোনো কিছুই মানছিলো না। সর্বশেষ সচিবালয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় তারা পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।’
রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের ওপর শিক্ষার্থীরা হামলার চেষ্টা করেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঢাকা টাইমসকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। তারা অসৎ উদ্দেশ্য নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করছিল। আমরা তাদের একাধিকবার সতর্ক করলেও তারা শুনছিল না। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।’
ঘটনাস্থল থেকে জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এর আগে সচিবালয়ে সামনে আনা হয় পুলিশের সাঁজোয়া যান (এপিসি)।
এদিকে গত মাসে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বনানীর কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত। বর্তমানে উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ইফফাত জাহান।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় পুলিশের রমনা বিভাগের ডিসিসহ কয়েকজন আহত হন।’