Image description

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তাঁর জনপ্রিয়তা ও আবেদন। বন্ধুবৎসল, প্রাণোচ্ছল এই নায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিনেতা জাহিদ হাসানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বন্ধুত্বের মধুর কিছু স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। সেখানেই বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমার কাছে তিনি একেবারে জেমস বন্ড মনে হতেন।’ তিনি বলেন, কথাটি নিজেও মান্নাকে জানিয়েছিলেন।

প্রয়াত এই অভিনেতাকে মনে করে জাহিদ হাসান আরও বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে আমার ভালো লাগে। আমি কেন কাউকে ছোট করব?’

লন্ডন সফরের এক অভিজ্ঞতা শেয়ার করে জাহিদ হাসান বলেন, ‘তিন-চার দিন আমরা বার্গার খাচ্ছিলাম। হঠাৎ মান্না ভাই বললেন, ভাইজান ভাত খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে ভাত। এরপর জানলাম, যেখান থেকে আমরা আছি, সেখান থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে ভাত পাওয়া যাবে। আমরা রওনা দিলাম। বললাম, এটা কি কোনো কথা! উনি হেসে বললেন, “বুঝ না ভাইজান, ভাত খেতে তো হবে।” এটাই ছিল মান্না ভাই, প্রাণোচ্ছল ও মাটির মানুষ।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মান্না। তবে তাঁর ব্যক্তিত্ব, বন্ধুত্ব আর জনপ্রিয়তা আজও স্মরণীয় হয়ে আছে সহশিল্পীদের হৃদয়ে।