Image description

নেত্রকোনার মদন উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন। পেশায় ট্রাক্টরচালক হলেও হৃদয়ে আকাশচুম্বী স্বপ্ন বয়ে বেড়ান মোহাম্মদ মাসুম খান। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি হেলিকপ্টারে করে নিজের নববধূকে বাড়িতে নিয়ে এলেন, যা এলাকাবাসীর মাঝে চরম উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টায় জুমার নামাজের পর নায়েকপুর পূর্বপাড়া থেকে হেলিকপ্টারে উঠে ফতেপুর ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন বর মাসুম। সেখান থেকে যান কনের বাড়িতে। সেখানে বরপক্ষের লোকজন আগে থেকেই উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজ ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কনে রিমা আক্তারকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে আবারও উড়াল দেন বর মাসুম। অবতরণ করেন নিজ গ্রামের বোরো মাঠে।

দূরত্ব মাত্র ৬ কিলোমিটার হলেও এই ব্যতিক্রমী যাত্রা দেখতে ভিড় করেন শত শত মানুষ। হেলিকপ্টারের শব্দ ও নববধূর আগমন মুহূর্তে মাঠ যেন উৎসবে মেতে ওঠে।

বর ট্রাক্টরচালক মোহাম্মদ মাসুম খান বলেন, আমি একজন ট্রাক্টর চালক। আমার ইচ্ছা ছিল আমার বউকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসব। আমার পরিবার ১ লাখ ৭২ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে এই ইচ্ছা পূরণ করেছে। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে বর মাসুম খানসহ পরিবারের সবাই খুশি। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আসতে পেরে নতুন বউও খুব খুশি।

বর মোহাম্মদ মাসুম খানের বাবা মো. মতিউর রহমান খান বলেন, আমার ছেলের ইচ্ছা ছিল তার বউ হেলিকপ্টারে বাড়িতে আনবে। তাই আমি আমার ছেলের বউ আনতে এ ব্যবস্থা করেছি। এতে আমি ও আমার পরিবার খুবই খুশি।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, হেলিকপ্টারে বর ও নতুন বউ আসার বিষয়টি তাদের উপজেলায় এই প্রথম। সবাই এ বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছেন।