
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামজা (৫০) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত দশটার দিকে যশোর মেডিক্যাল কলেজের পূর্ব পাশে বিলহরিণা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হামজা শহরের শংকরপুর বটতলা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে হামজা গরুর জন্য ঘাস কাটতে বিলহরিণায় যান। ওই সময় পাশের জনৈক তপনের বাড়ির বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে বিলের পানির মধ্যে পড়ে ছিল। হামজা পানিতে নামামাত্র বিদ্যুতায়িত হন।
চিকিৎসক আলী আহসান জানান, মৃত্যুর দীর্ঘ সময় পরে হাসপাতালে আনায় হামজার শরীর শক্ত হয়ে গিয়েছিল।