
এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরের লালপুরে আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন এইচএসসি পরীক্ষায় আংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। এই নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আব্দুল হান্নান উপজেলার গোপপলপুর পৌরসভা এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা । বাঘা উপজেলার কাকড়ামারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। আর তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।
২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আব্দুল হান্নান এবং তার মেয়ে হালিমা খাতুন কৃতকার্য হন। প্রতিবেদনটি বাবা ও মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
আব্দুল হান্নান বলেন , ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে দীর্ঘ দিন লেখা পড়া বন্ধ ছিল। সংসার জীবনে যুদ্ধে নামে। পরে আবার লেখা পড়া শুরু করি। এবং আমার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমাার মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা দুইজনি কৃতকার্য হই। এবারের এইচএসসি পরীক্ষায় আমি আর আমার মেয়ে হালিমা খাতুন অংশগ্রহণ করেছি। আশা করি আমি আর আমার মেয়ের পরীক্ষার ফলাফল ভালো হবে। আপনরা আমাদের জন্য দোয়া করবেন।
এদিকে হালিমা খাতুন বলেন,পরিবারে দারিদ্রতার প্রভাব থাকলেও পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা শক্তিই বাবাকে এই পর্যন্ত নিয়ে এসেছে।
এ বিষয়ে গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার বলেন, লেখা পড়ার যে বয়স নেই সেটা প্রমাণ করেছে আব্দুল হান্নান। তার এই বয়সে লেখা পড়ার যে প্রবল ইচ্ছা এইটা শিক্ষানুরাগিদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে। আমি আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুনের সাফল্য কামনা করছি।
শীর্ষনিউজ