Image description
 

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান।পিনাকী একটি ফটো শেয়ার করে ফেসবুকে লেখেন, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করুন।

 

 

 

 

এর আগে বুধবার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, লড়াইয়ের মাঠে আমার মাদরাসার ভাইয়েরা, যাদের শরীরে পুরাটাই কলিজা। যাদের বীরত্ব, সাহস আর আত্মত্যাগ ফ্যাসিবাদকে উৎখাতের মূল শক্তি ছিলো। যাদের লড়াইয়ের গল্পগুলোকে, বীরত্বকে ঢেকে দেয়া হয়েছে। যেভাবে সবসময়েই হয়।