
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাওর থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কাঞ্জার খাল এলাকার জালালপুর হাওরের বট গাছের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ সকালে কাঞ্জার খাল এলাকায় জালালপুর হাওরের বট গাছের পাশ থেকে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কাঞ্জার খাল এলাকায় জালালপুর হাওরের বট গাছের পাশ থেকে ইট বাধা প্লাস্টিকের বস্তাবন্দী এক যুবকের মরদেহ পাওয়া গেছে।প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে ইট সহ প্লাস্টিকের বস্তার ভিতর ভরে পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।