
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার বলেছেন, তাজিয়া মিছিলের সামনে, মধ্যে এবং পেছনে থাকবে পুলিশের স্পেশাল ফোর্স। মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকান অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
মো. সারওয়ার বলেন, নিরাপত্তা ইস্যুতে ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে। ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ ও চাকু নেয়া যাবে না।