Image description

নানা ঘটনায় বিদায় নিয়েছে ২০২৪। সিরাজগঞ্জে রাজনীতি ও রাজনীতির বাইরে নানা কারণেই ঘটনাবহুল ছিল এই বছরটি। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কারের আন্দোলনে প্রাণ গেছে কয়েকজনের। এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ নিহত হয়েছেন। ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি টাকা উধাও হয়েছে। মেডিকেলের শিক্ষক গুলি করেছেন ছাত্রকে। এ ছাড়াও ট্রিপল মার্ডারসহ আরও বেশকিছু ঘটনা আলোচিত হয়েছে বছর জুড়ে। সেই কয়েকটি ঘটনাই সংক্ষেপে তুলে ধরা হলো পাঠকদের জন্য।

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানি

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ঝরে গেছে অনেক প্রাণ। জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অন্যদিকে এনায়েতপুরে গুলিতে নিহত হন কলেকছাত্র শিহাব। একইদিন সিরাজগঞ্জের রায়গঞ্জে সহিংসতায় পাঁচজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও একজন সাংবাদিকসহ ছয়জনের মৃত্যু হয়।

এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ৪ আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। এ হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

সাবেক সচিব ও সংসদ সদস্যদের নামে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক দুই এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৪৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামি করা হয়েছে। সবগুলো মামলায় আসামি করা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সদরের সদ্য সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

এর মধ্যে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। এ ছাড়াও একই দিন সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে কলেজছাত্র শিহাব হোসেন (১৯) নিহতের ঘটনায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল, তার ভাই আব্দুল আলীম মন্ডল, বেলকুচি পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় আরও ৫০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আলোচিত ট্রিপল মার্ডার

বছরের শুরুতেই ৩০ জানুয়ারি রাত ৮টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের দশম শ্রেণিতে পড়া মেয়ে পারমিতা সরকার তুষির (১৫) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিকাশের ভাগনে রাজীব কুমার ভৌমিককে (৩৫) আটক করে পুলিশ।

পরে রাজীবের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ভাগনে রাজীবেরসঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল মামা বিকাশের। এর জের ধরেই শুরু হয় মনোমালিন্য। টাকা ফেরত দেওয়ার কথা বলে মামার বাসায় যান ভাগনে রাজীব। এরপর একে একে মামাতো বোন, মামি ও মামাকে হত্যা করেন রাজীব। বিষয়টি জেলাসহ ব্যাপক আলোচনা তৈরি করে সারাদেশে। যদিও এরই মধ্যে রাজীব জামিন পেয়েছেন বলে বলে জানা গেছে।

মেডিকেল কলেজে ছাত্রকে শিক্ষকের গুলি

সিরাজগঞ্জের শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গুলির অভিযোগ ওঠে কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে। গত বছরের ৪ মার্চ বিকেল ৩টার দিকে মেডিকেল কলেজের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ। পরে অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি, বিদেশি ও অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দের কথা নিশ্চিত করে করে তখন পুলিশ জানায়, ওই শিক্ষক ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখে পছন্দ হলেই ডাউনলোড করে রাখতেন। তাকে গ্রেফতারে পর তার মোবাইল ফোন ঘেঁটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের অনেক ছবি পাওয়া গেছে। তিনি পুলিশকে বলেছিলেন অস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে।

জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা

সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখা থেকে পাঁচ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে ২৪ মার্চ রাতে ওই তিনজনকে (৫৪ ধারায়) আটক করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন— জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ (৪২), সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হাসান (৩৪)।

প্রিজাইডিং কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি রিসোর্টে এক প্রার্থীর পক্ষে অসৎ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও পাঁচ প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মোট ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

৬ মে রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তৎকালীন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ঘটনায় গ্রেফতার হলেন— যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আবুসামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক পিএলসির এরিয়া অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা ইয়াসিন আরাফাত। তারা সবাই বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন। পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই গোপন বৈঠকের মূল আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলামকেও গ্রেফতার করা হয়।

জিম্মি হওয়ার ৬৭ দিন পর মা-বাবার বুকে নাবিক নাজমুল

সোমালিয়ার জলদস্যুদের হাতে অন্যান্য নাবিকদের সঙ্গে জিম্মি হন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরনূরনগর গ্রামের আবু সামা ও নার্গিস খাতুন দম্পত্তির ছেলে নাজমুল হক হানিফ। জিম্মি হওয়ার ৬৭ দিন পর বাড়ি ফেরে নাবিক নাজমুল। সেদিন যেন ছিল নাজমুলের পরিবার ও এলাকার মানুষের ঈদের দিনের আনন্দ। নাবিক নাজমুলের জিম্মি হওয়ার বিষয়টি ছিল জেলায় দারুণ আলোচনায়।

প্রেমের টানে সিরাজগঞ্জে বিদেশি প্রেমিক-প্রেমিকারা

গত ২ নভেম্বর বাংলাদেশি তরুণী মল্লিকার প্রেমের টানে সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিরাজগঞ্জে ছুটে এসেছেন তুরস্কের যুবক মুস্তফা। এরপর ডিসেম্বরের শুরুতে এক সন্তানের জননী অন্তরা খাতুনের প্রেমের টানে সিরাজগঞ্জের কাজিপুরে আসেন চেং নাং নামের এক চীনা যুবক। উভয় জুটিই ইসলাম ধর্মীয় রীতিতে বিবাব বন্ধনে আবদ্ধ হন। এর আগে ১১মে সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফেরেন রেজাউল ইসলাম নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। রেজাউলের স্ত্রী জানু ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানান তারা।

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকার পর সেই বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ মাস আগে বাড়ির ওপরে আড্ডা দিতে ও অসংলগ্ন কথা বলতে নিষেধ করা এবং বড় চুল কাটতে বলেন মানুদাকান্ত লাহিড়ী (৬২) নামে এক বৃদ্ধ। এরপর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে মশিউর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘ ১১ মাস অজ্ঞান অবস্থাতেই ছিলেন বৃদ্ধ মানুদাকান্ত। অবশেষে গত ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এ ছাড়াও চলতি বছরের ১৪ জুলাই দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে সিরাজগঞ্জের তাড়াশের মেরিনা খাতুনের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির চিঠি পাওয়া, ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হওয়া, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া এবং ভারত থেকে পেঁয়াজ আসার মতো ঘটনাগুলো ছিল।

সারাবাংলা