
রাজধানীর ও আশপাশে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুঁতা ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ১৪৫ জন আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কামরুল ও জনি নামের দুই যুবককে ভর্তি দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত এবং গরুর লাথি ও গুঁতায় নারী-শিশুসহ অন্তত ১৪৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা বিভিন্ন।