Image description
 

হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে নতুন করে ভোটার হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ নিয়ে দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। তালিকা অনুসারে পুরুষ ভোটার বেড়েছে। আর এবারই প্রথম প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আওতায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হালনাগাদ খসড়া ভোটার তালিকার বিভিন্ন তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।নির্বাচন কমিশনার জানান, এবারের হালনাগাদে ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ। হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী, এখন দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া ভোটার সংখ্যা ৯৯৪ জন।

বিতর্কিত ভোটার তালিকা প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে এ কমিশন দায়িত্ব নিয়েছে। এমন পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া কনফিডেন্স বোধ করছি না। এজন্যই বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা। প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, এ ভোটার তালিকা নিয়ে বিতর্ক বলছি আমরা বা শুদ্ধতার অভাব বলছি এটা মূলত তিনটি কারণে হয়েছে, একটা হচ্ছে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, দ্বিতীয় হচ্ছে কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক প্রতারণা করে ভোটার তালিকায় সংযুক্ত হওয়া। আমরা রিসেন্টলি একাধিক ইনসিডেন্ট পেয়েছি। চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য একটা বিশাল ব্যবস্থাপনা আছে এবং ওই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে আলাদাভাবে ভোটার তালিকাভুক্ত করা হয়। এ কড়াকড়ি থেকে বাঁচতে ৩০ জন রোহিঙ্গা নীলফামারী সদরে গিয়ে ভোটার হয়েছেন। এগুলোর প্রমাণ আমাদের সামনে আছে। এভাবে আমাদের ভোটার তালিকা বিতর্কিত হয়েছে।

 
 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে ওভারলেপিং হবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দেন না কেন, ভোটার তালিকা থাকা লাগবে। ভোটার তালিকা ছাড়া তো ভোট হবে না। আমরা মনে করি না ভোটার তালিকা সম্পর্কিত কোনো সমস্যা ফেস করব। এখানে কোনো ওভারলেপিং আছে বলে মনে করি না।