Image description
 

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যাচেষ্টার ঘটনায় হাতেনাতে ধারালো অস্ত্রসহ আটক দুই আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এসময় তারা দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের কোর্ট কম্পাউন্ডে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি আনিসুজ্জামান আনিসের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন‌ বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাক্তার অরূপ প্রকাশ রায় অপু,  দ্বীন মোহাম্মদ দিনু, কার্যনির্বাহী সদস্য শাহিনুল ইসলাম, জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) ভারপ্রাপ্ত সভাপতি‌ কামাল মাতুব্বর, ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হক তারা, আন্তঃজেলা ‌সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মোহসিনুল কবির সোহাগ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অদৃশ্য মহলের কলকাঠিতে এ ঘটনায় আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিবর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।তারা বলেন, গত সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যার উদ্দেশ্যে চোরাগোপ্তা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে ধারালো অস্ত্রসহ হামলাকারী দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অথচ পরেরদিন আসামিদের আদালতে সোপর্দ করার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিবর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

তারা বলেন, এই নিয়ে তিনবার কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যাচেষ্টার জন্য হামলা চালানো হয়েছে। হামলাকারী কারা তাও চিহ্নিত হয়েছে। অথচ এ ঘটনার মূল হোতা ও নির্দেশদাতাদের গ্রেফতারের কোনও ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় আমরা ন্যায়বিচার নিয়ে আশঙ্কায় রয়েছি। তারা‌ অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।