
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ২০ টাকার নোটের ছবি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, নোটটির এক পাশে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দিরের ছবি। অনেকে দাবি করছেন, আগে যেখানে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল, সেখানে এখন মন্দিরের ছবি বসানো হয়েছে।
এই ছবি ঘিরে নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। কেউ কেউ একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি কেউ কেউ অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
তবে এই ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করে এটিএন নিউজ জানিয়েছে, নোটের এসব ছবি আসলে ভুয়া। অনুসন্ধানে দেখা গেছে, কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ফেক ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকও স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো নোট তারা প্রকাশ করেনি এবং ছড়ানো ছবিগুলো ভুয়া।
এদিকে নতুন নোটের ডিজাইন সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য তথ্যও সামনে এসেছে। এতে দেখা গেছে:
-
১০০ টাকার নোটে এক পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অন্য পাশে সুন্দরবনের দৃশ্য।
-
২০০ টাকার নোটে ধর্মীয় সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়েছে; যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। মাঝখানে দেশের মানচিত্র, এবং অপর পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য।
-
৫০০ টাকার নোটে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
-
১০০০ টাকার নোটে এক পাশে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্য পাশে জাতীয় সংসদ ভবনের ছবি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি। বরং সেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
২০ টাকার নোটে কান্তজী মন্দিরের ছবি বসানোর দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বাংলাদেশ ব্যাংক এমন কোনো পরিবর্তন করেনি। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ছবি ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।