Image description
 

হজযাত্রীদের জন্য সরকারের উদ্যোগে চালু হয়েছে বিশেষ অ্যাপস ‘লাব্বাইক’। হজের প্রতিটি ধাপে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই ডিজিটাল সহযাত্রী অ্যাপসটি।

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (২৪ মে) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান। তিনি লেখেন, “হজের পবিত্র যাত্রায় এখন প্রযুক্তির সহযাত্রী ‘লাব্বাইক’—হজের ডিজিটাল সহযাত্রী। এই সরকারি অ্যাপসটির মাধ্যমে প্রিয়জনরা ঘরে বসেই দেখতে পারবেন হজযাত্রীর লাইভ লোকেশন, পেতে পারবেন প্রতিনিয়ত ফ্লাইট ও হোটেল আপডেট।”

তিনি আরও জানান, অ্যাপসটিতে হজের প্রতিটি ধাপে স্পষ্ট নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, ২৪/৭ ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং সহজবোধ্য কুরআন গাইড সংযুক্ত রয়েছে। আত্মার তৃপ্তি এবং প্রযুক্তির নিশ্চয়তার সমন্বয়ে এবার হজযাত্রা হবে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সংযুক্ত।

 

অ্যাপসটির ডাউনলোড লিংক তিনি মন্তব্যের ঘরে যুক্ত করেছেন।

 

সরকারি এ উদ্যোগকে ইতোমধ্যে সাধুবাদ জানাচ্ছেন হজযাত্রীরা ও তাদের পরিবারের সদস্যরা। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা হজ ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।