Image description

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী সুপারিশ ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বিতর্কিত নারী সংস্কার কমিশনের সুপারিশ ও কমিশন বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর পানিরট্যাঙ্কি মোড়ে গিয়ে শেষ হয়। এতে হেফাজত নেতাকর্মী ছাড়াও ব্যাপক সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

গত ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল হেফাজতে ইসলাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।