Image description

খুলনা মহিলা ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কোরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। ওই প্রতিবেদন বাতিলের দাবি জানান তারা।

রোববার বিকালে নগরীর শিববাড়ি মোড়ে সংবিধানবিরোধী নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।

তারা আরো বলেন, এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’ বাতিল করতে হবে। বক্তারা সব পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান।

খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাতিমা হক লাকির পরিচালনায় বক্তব্য দেন নারী নেত্রী ডা. রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান, সাহিদা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, ১৭টি অধ্যায়ে ৪৩৩টি সুপারিশ সংবলিত ৩০০ পৃষ্ঠারও অধিক এ সংস্কার প্রতিবেদন পড়ে মনে হয়েছে, নারীর সমতা, নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে তারা এ দেশের নারী সমাজকে বিভ্রান্ত করতে চায়।

তারা নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কমিশনের প্রস্তাবনাগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেওয়ার সুদূরপ্রসারী এক উদ্যোগ। এই কমিশনে সমাজের সব শ্রেণি-পেশার নারীর প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি।