Image description

রাজধানীর আশকোনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এক এসআইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদস্যের নাম কেএম মুনসুর আলী।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, হজক্যাম্পে ডিউটি শেষ করে মোটরসাইকেলে থানায় ফেরার পথে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান মুনসুর।

পল্লবী হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই সন্তান রয়েছে মুনসুরের। তার গ্রামের বাড়ি পাবনায়।

নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪তম এসআই ব্যাচে নিয়োগ পেয়েছিলেন।