Image description

একের পর এক দাবি নিয়ে আন্দোলন কর্মসূচিতে অস্থির হয়ে উঠছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা খাত। এসব দাবি আদায়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত করাসহ সড়ক অবরোধও করা হচ্ছে।

প্রাথমিকভাবে দাবির বিষয়গুলো আমলে নিতে সরকারের পক্ষ থেকে একদিকে যেমন গড়িমসি দেখা যাচ্ছে, তেমনি আন্দোলনের চাপে একটা দাবি পূরণ করলে সামনে হাজির হচ্ছে একাধিক ইস্যু। এমনিভাবে কয়েকদিন সড়ক অবরোধসহ নানা কর্মসূচির চাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেয় সরকার। এরপর এবার মাঠে নামছে আরো কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

শিক্ষা বিশেষজ্ঞরা জানান, গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে অনেকেই কোনো দাবি তুলতে পারেননি। তাই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই নানা দাবি নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে। তবে সরকারের সক্ষমতা অনুযায়ী যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণ অথবা এ বিষয়ে আলোচনা করে আন্দোলন থেকে ফেরাতে কঠোর উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় দাবি ঝুলিয়ে রাখলে আন্দোলনে জনদুর্ভোগের পাশাপাশি শিক্ষা খাতের অস্থিরতা কাটবে না।

উত্তপ্ত ঢাবি, ছাত্রদলের কর্মসূচি

ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় হত্যায় জড়িতদের গ্রেপ্তারে শাহবাগে আজ প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদল। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে আজ রোববার সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ দিন হাইকোর্টে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। কর্মসূচি অনুযায়ী ঢাকার সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

গতকাল শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সাত কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম

ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবিতে নতুন করে মাঠে নামছেন শিক্ষার্থীরা। আজ রোববারের মধ্যে দাবি না মানলে কাল সোমবার থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গতকাল শনিবার বিকালে রাজধানীর ইডেন মহিলা কলেজের প্রধান গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। আলটিমেটামসহ পাঁচ দফা দাবি তুলে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

তাদের পাঁচ দফা দাবির অন্যতম কয়েকটি হলো- রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভূতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসংগতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।

আন্দোলনে শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এই কর্মসূচিতে নামেন তারা। এর আগেও বেশ কয়েকদিন বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষকরা।

ডিজিটাল ভার্সিটির শিক্ষার্থীদের লং মার্চ

নাম বাস্তবায়নের দাবিতে আগামীকাল সোমবার ‘লং মার্স টু ইউজিসি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ডিজিটাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। এর আগেও তারা অবরোধ-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালনে করেন। শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত সোমবার ইউজিসিতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সূত্র মতে, ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ স্থাপিত হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ১৩ ফেব্রুয়ারি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। শিক্ষার্থীরা অবিলম্বে এ নাম প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশ যুক্ত নতুন নামে নামকরণের দাবি জানান।

আশ্বাসে আন্দোলন স্থগিত

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধসহ পাঁচ দফা দাবিতে গতকাল আন্দোলনে নামেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারীরা। সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে সেখানে গিয়ে আন্দোলনকারীদের সব দাবি আগামী ২৪ মের মধ্যে মেনে নেওয়ার ঘোষণা দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। তিনি বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন ও বোনাসের পাশাপাশি তাদের বেতন এক থেকে দেড় হাজার টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শাবিপ্রবিতে বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মো. তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদে নিয়োগ পাওয়া তাজবিউল অযোগ্য এবং তাকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

ইবিতে অবস্থান কর্মসূচি

বিভাগের নাম পরিবর্তনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের অন্তর্ভুক্ত আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি- বিভাগের নাম পরিবর্তন করে আল ফিকহ অ্যান্ড ল’ করতে হবে। গতকাল দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলায় বিভাগের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।