Image description

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না।

তিনি বলেন, "যদি রাজনীতিবিদরা না চান, তাহলে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। এটা আমরা আগের ফ্যাসিস্ট শাসনামলে দেখেছি। তাই মূল ব্যক্তি, মূল ব্যবস্থা—অর্থাৎ সংসদ এবং রাজনীতিবিদদের—এটা উপলব্ধি করতে হবে ও বিশ্বাস করতে হবে যে জনগণের মৌলিক অধিকার রক্ষিত হওয়া উচিত। তখনই একটি কার্যকর ও সম্মানজনক ব্যবস্থা গড়ে উঠবে।

"কিন্তু যখন কেউ ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে, তখনই প্রথমে মানুষের অধিকারের জায়গাগুলো বন্ধ করে দেয়,"—যোগ করেন তিনি।

পার্থ আরও বলেন, "রাজনীতিতে ভালো মানুষ এলে এই সমস্যার সমাধান সম্ভব। আমি সবসময় একটা কথা বলি—ভালো বাবুর্চি না হলে ভালো উপকরণ দিয়েও ভালো খাবার বানানো যায় না। তেমনি, যদি দেশের রাজনীতিতে ভালো ও সদিচ্ছাসম্পন্ন মানুষ না আসে, তাহলে ভালো শাসন আশা করা যায় না।

"যখন এমন নেতৃত্ব আসবে, যারা বিশ্বাস করে—তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো, আর সেই অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে আমি আমার জীবনও দিতে রাজি—তখনই মানুষের মৌলিক অধিকার সত্যিকার অর্থে রক্ষা পাবে।"