Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। শুধু বাংলাদেশের না, নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড এই বন্দর।

বুধবার (১৪ মে) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মস্থান চট্টগ্রামে এটাই তার প্রথম সফর।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নেপালের তো হৃৎপিণ্ডই নেই, কাজেই আমাদের হৃৎপিণ্ড দিয়েই তাকে চলতে হবে। আমরা তাকে সেই সংযোগ দিতে চাই। এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ। এটা এমন নয় যে, তাদের প্রতি কোনো মেহেরবানী করছি—মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও হব। সেভেন সিস্টার্স যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব।”

 

তিনি আরও বলেন, “এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সেখানে রক্ত সঞ্চালন হবে না, অর্থনীতি সঞ্চালন হবে না। এটা আমাদের কারও কাম্য নয়, তাদেরও কাম্য নয়। আমরা চাই, সবাই মিলে এই বন্দর থেকে সঞ্চালনটা পাই, শক্তিটা পাই—অর্থনৈতিক শক্তি জেগে উঠুক।”