
২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা জুড়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দাতা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার অবস্থান জানা গেলো অবশেষে। কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার ও তার কন্যা সূচনা ভারতে পালিয়ে গেছিলো বলে জানা গেয়িছিলো আরও অনেক আগেই। তবে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের দেওয়া তথ্যমতে কুমিল্লার রসমালাই খ্যাত সূচনা ভারতে আর নেই।
বাবা মেয়ে দুজনই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে ছিলেন এতদিন। ফ্যসিস্ট হাসিনা পালানোর প্রায় এক মাসের মাথায় সূচনা ২৯ আগস্ট কুমিল্লার সীমান্ত পারি দিয়ে রাতের আধাঁরে চোরের মত লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছিলো বলে তখন জানিয়েছিলো একাধিক সূত্র। তবে দেশের গণমাধ্যমটির দেওয়া তথ্যমতে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এই মেয়র।
সূচনা দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে বেশ সরব দেখা যায়। বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে ফ্যাসিস্ট হাসিনা আর আওয়ামী লীগের পক্ষ নিয়ে পোষ্ট করতেন তিনি। সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পালটা আক্রমণও চালাতেন স্বৈরাচারের এই দোসর। যেখানে অনেকবারই অশ্লীল ভাষায় কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে। এদিকে দেশের গণমাধ্যমটির দেওয়া তথ্যে দেখা যায় কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জান্নাতুল জান্নাত এর সাথে সূচনার বান্ধবীর বাকবিতণ্ডা হওয়ার পর বিষয়টিকে কেন্দ্র করে সূচনা সেই নেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ তার।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেত্রী গণমাধ্যমটিকে আরও জানায়, তাহসিন বাহার সূচনার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যেখানে তারা ৮-৯ জন বান্ধবী মিলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণা চালায় এবং সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে।সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ছিলেন পুরো কুমিল্লার এক ত্রাসের নাম। তার প্রভাবেই কন্যা তাহসিন বাহার সূচনা বাগিয়ে নেন সিটি আওয়ামী লীগের পদ সেই সাথে মেয়র নির্বচনের মনোনয়নও। এরপর রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে হয়ে যান কুমিল্লার মত গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশনের মেয়র। আর বাবা মেয়ে মিলে পুরো কুমিল্লা জুড়ে কায়েম করেন ভয়াবহ এক ত্রাসের রাজত্ব।