
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর তাঁর ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের অটল সংকল্প ও দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন।
সোমবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “ফাউন্ডেশনের লক্ষ পূরণে প্রয়োজনে বীর ইয়ামিনদের সাথে সামিল হব।”তিনি জানান, ফাউন্ডেশনের সিইও হিসেবে আজ ছিল তাঁর অফিসে প্রথমবার যোগ দেওয়ার দিন। অথচ, সেই অফিসে বসার আগেই তাঁর পদত্যাগ চেয়ে রাজধানীর পিজি হাসপাতালের সামনে মানববন্ধনের আয়োজন করা হচ্ছে এমন খবর তাঁকে নাড়া দিয়েছে।
কামাল আকবর লেখেন, “সমস্যা নেই, আমাকে কাজ করতে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস না পেলে মাঠে বসেই কাজ করব।”
তিনি আরও জানান, “ড. ইউনুস সরকার সার্চ কমিটি করে পেশাদার লোক নিয়োগ দিতে চেয়েছেন, তাকে ছুটির দিনে বসে থাকার জন্য নয়। তাই আমিও ছুটির দিনগুলোতে বসে থাকিনি, হাসপাতালে হাসপাতালে দৌড়েছি আহতদের দেখতে।”
পোস্টে তিনি সংবেদনশীলতার সঙ্গে শহীদ পরিবারের যন্ত্রণার কথা তুলে ধরে লেখেন, “শহীদ ইয়ামিনদের উপর নির্মম নৃশংসতার ক্ষত তাদের বাবা-মায়ের হৃদয় থেকে মুছতে যেমন বহু সময় লাগবে, তেমনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আগামীর কাজ স্বচ্ছতার সাথে এগিয়ে নেবার জন্য যে মানসিক চাপ এবং পরিশ্রম নিতে হবে, তা শহীদ পরিবারের ক্ষতবিক্ষত হৃদয়ে চাপিয়ে দেওয়াও ঠিক হবে না।”
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “জুলাইয়ে ক্ষতিগ্রস্ত সম্মানিত পরিবার ও দেশবাসীর কাছে আমার কমিটমেন্ট দেশের এবং বীর আহত ও শহীদদের পরিবারের স্বার্থে আমার এক পা এদিক-ওদিক হবে না। আমি এই ফাউন্ডেশনের লক্ষ পূরণ করবোই, প্রয়োজনে বীর ইয়ামিনদের সাথে সামিল হব, ইনশাল্লাহ।”
