Image description

দীর্ঘ চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া এরপর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। খালেদা জিয়ার ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত নেতাকর্মী।

রাজধানী ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। রাস্তাজুড়ে তৈরি হয় জনসমুদ্র। কেউ হাতে ফুল, কেউ পোস্টার, কেউ বা দলের পতাকা হাতে নিয়ে নেত্রীর জন্য অপেক্ষা করছিলেন ঘণ্টার পর ঘণ্টা।

তবে প্রচণ্ড গরম নেতাকর্মীদের জন্য হয়ে উঠছিল কষ্টদায়ক। পরিস্থিতি বিবেচনায় এনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তায় পানি ছিটিয়ে আশপাশের তাপমাত্রা কমানোর চেষ্টা করা হয়।