Image description

দায়িত্ব পাওয়ার ১০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু করতে পারেননি প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী কূটনীতিক সুফিউর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বসার স্থানও নির্ধারণ হয়নি! সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়োগের পরপরই সেগুনবাগিচায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারীকে স্বাগত জানানোর আয়োজন শুরু হয়েছিল।

পররাষ্ট্র ভবনে (নতুন বিল্ডিংয়ে) দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া প্রতিমন্ত্রীর কক্ষটি ধোয়া-মোছার কাজ শুরু করেছিল মন্ত্রণালয়ের সেবা শাখা। কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে মন্ত্রণালয়ে স্বাগত জানানোর আয়োজন বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের পূর্ব নির্দেশনা না থাকায় হাফ ডান (অর্ধ সমাপ্ত) অবস্থায় ধোয়া-মোছার কাজটি স্থগিত হয়ে যায়।

গত ২০শে এপ্রিল প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ৪টি দেশে রাষ্ট্রদূতের দায়িত্বপালনকারী পেশাদার কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। প্রেসিডেন্টের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগ দান করেছেন। রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী উপদেষ্টাকে সহায়তার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এরপর বাংলাদেশের আপৎকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বাইরে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের অন্তর্বর্তীকালীন সরকারে সম্পৃৃক্ত করার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিভিন্ন সময়ে তিনি ‘বিশেষ সহকারী’ পদে নিয়োগসহ নানাভাবে তাদের এক্সপার্টিজকে কাজে লাগাচ্ছেন। বিশেষ সহকারী প্রত্যেককে সংশ্লিষ্ট  মন্ত্রণালয় ও বিভাগের নির্বাহী ক্ষমতা দেয়া হচ্ছে তারা স্ব স্ব মন্ত্রণালয় বা বিভাগে অফিস করছেন। সেখানে ফাইলপত্রও সই করছেন। স্মরণ করা যায়, জননিরাপত্তায় নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অফিস করছেন সচিবালয়ে (স্বরাষ্ট্র ভবনে)। যোগাযোগ বিশেষজ্ঞ শেখ মইনউদ্দিন (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) অফিস করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু ভবনে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অফিস করছেন তথ্যপ্রযুক্তি বিভাগে। অর্থনীতিবিদ ড. আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বসছেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থ উপদেষ্টার মতোই পরিপূর্ণ একটি দপ্তর রয়েছে তার।