Image description

কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীবাসীর ঈদ উদযাপন নিশ্চিত করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। আর এজন্য ছুটি বাতিল করা হয় নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের সব সদস্যদের। এরই মধ্যে উদযাপিত ঈদে মেহেদি রাঙা হাতে অস্ত্র নিয়ে দায়িত্ব পালনের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে সে সময়ে জীবন আহমেদ নামের একজন ফটো সাংবাদিকের তোলা ব্যাপক আলোচিত হওয়া এই ছবির হাতটির মালিক কে সেটা কেউ না জানালেও বর্তমান শুরু হওয়া পুলিশ সপ্তাহে এই হাতটির ছবি স্থান পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে নিজেই খুশি প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাদিয়া আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে পুলিশ সপ্তাহের একটি ছবি শেয়ার দিয়ে এই আবেগ আপ্লুতর খবর জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিয়া আক্তার লেখেন, ‘দিনটা ছিল ২০২৪ সালের ঈদুল ফিতরের, আমার ডিউটি ছিল জাতীয় ঈদগাহতে, সঙ্গে ছিল শটগান, যখন সবাই ঈদগাহতে নামাজের জন্য দাঁড়াতে ব্যস্ত তখন আমি এবং আমার সাথীরা তাদের নিরাপত্তার দিতে দাঁড়িয়ে ছিলাম অনগার্ডে’।

‘ওখানে উপস্থিত ছিলেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঠিক তার আগের দিন বিষাদে ভরা মন নিয়ে ছুটি না যাওয়ার কষ্টকে উপেক্ষা করে রুমমেটরা কয়েকজন মিলে হাতে মেহেদি পরলাম, যা বলা চলে সান্ত্বনা স্বরূপ। আর যখন অনগার্ডে দাঁড়িয়ে ছিলাম তখন সেই জায়গায় অনেক সাংবাদিকদের আনাগোনা, তখন কোনো এক সাংবাদিক ভাইয়ের ক্যামেরা বন্দি হলো আমার অনগার্ডে দাঁড়িয়ে থাকা এবং অস্ত্র ধরা এই হাতটি, আমি যখন ডিউটি শেষ করে এসে ঘুমাচ্ছিলাম তখন আমার রুমমেটদের চিৎকারে উঠে দেখি আমার এই মেহেদি রাঙা হাতটা রীতিমতো ভাইরাল। তখন যতটা ভালো লাগা কাজ করেছে তার থেকে আজ বেশি করছে কারণ আজ পুলিশ সপ্তাহ আর এই দিনে রাজারবাগ পুলিশ লাইনে সাজসজ্জায় এই ছবিটির দেখা পেয়ে। স্মৃতি হয়ে আছে এটা দেখে।’