Image description

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের কাঁচির আঘাতে আহত রুহেল আহমেদ এহিয়া (২৫) নামের এক প্রবাসী মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোশাররফ হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রুহেল আহমেদ ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। একটানা পাঁচ বছর প্রবাস থেকে এক মাসের ছুটিতে দেশে এসে গত আট মাস আগে বিয়ে করেন। এরপর আবারও তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদিতে ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুহেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার এসআই মোহাম্মদ মোশাররফ জানান, পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।