Image description
কিশোর গ্যাং

নোয়াখালী সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে একদল কিশোর গ্যাং এলোপাতাড়ি কুপিয়ে এক স্কুলছাত্রকে গুরুতর জখম করেছে। তার নাম শাহরিয়ার হাসান রিমন (১৬)। রিমন জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই এবং নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার জামাল উদ্দিনের ছেলে। 

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মাথায় ও শরীরে সেলাই দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানা হয়। সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরির্দশক তদন্ত আবু তাহের রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমনের মা ফরিদা ইয়াছমিন বলেন, ‌শহরের হরিণারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিমন। ‘দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বাইরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে ও স্কুলের শিক্ষকদের জানায় সে। রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হারানোর বেদনা কি। পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। রিমনের জন্য বাইরের ছেলেরা তার স্কুলের বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে।’ 

আহত রিমনের বন্ধু ইয়াসিনুর রহমান বলেন, ‘রোববার বিকেলে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে কিশোর গ্যাং সদস্য ফয়সাল, নাবিল, রাহি, সাজ্জাত, তানিম, মিতাবসহ ১০-১২ জন রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে, হাতে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।’ 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিব আহমেদ চৌধুরী বলেন, বিকাল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় রিমনকে। তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় ও পিঠে সেলাই দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ভর্তি করা হয়। পিঠে আঘাত ফুসফুস পর্যন্ত পৌঁছার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতাদের পালিত কিশোর গ্যাং সদস্যরা বার্লিংটন মোড় থেকে বাড়ি যাওয়ার পথে শহীদ রিজভীর ছোট ভাই রিমনের ওপর হামলা চালায়। থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে অতি দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন করা হবে। 

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা আবু তাহের বলেন, হরিণারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের আটক করতে পুলিশ ও ডিবি কাজ করছে। 

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে গত বছরের ১৮ জুলাই ঢাকার উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিমনের বড় ভাই ডিপ্লোমা প্রকৌশলী মাহমুদুল হাসান রিজভী নিহত হন।