Image description

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ হোসেন সিকদারের সঙ্গে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার মেনে নিলে আজ শনিবার তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ের পোশাকের পরিবর্তে তাদের দু’জনের গায়ে উঠল কাফন। ঘুরতে বের হয়ে গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একই সঙ্গে তাদের দু’জনের প্রাণ গেছে।

বিকেল ৪টায় মিমকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হলে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার। 

২০ বছরের জুনায়েদ শিকদার রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার আকবর সিকদারের ছেলে। আর ১৭ বছরের মিমের বাড়ি হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। 

এদিকে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী ও মেয়েসহ দু’জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৬) ও তাদের শিশুসন্তান সৌরভ সাধু (২)। আহতরা হচ্ছেন– স্বামী অপূর্ব সাধু (৩২) ও মেয়ে সুর্বণা ওরফে সুমি সাধু (৫)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানান, অপূর্ব সাধু তাঁর স্ত্রী রিতা সাধু, মেয়ে সুর্বণা ওরফে সুমি ও শিশুসন্তান সৌরভ সাধুকে নিয়ে একটি মোটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাঁড়ী গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

মিরসরাইয়ে মোটর সাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৭২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম খইয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের মৃত এবাদুল রহমানের ছেলে ও হাদি ফকিরহাটের ব্যবসায়ী। 

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেড়গঙ্গারামপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত দারোগ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে বেড়গঙ্গারামপুর আসছিলেন আব্দুর রশিদ। এ সময় নাজিরপুর থেকে আসা একটি মোটরসাইকেল বেপোরোয়া গতিতে ছুটে এসে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান।