Image description
 

সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য অবশেষে তার অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরুদ্ধার করেছেন। গত ৩০ মার্চ পেজটি হঠাৎ ডিজেবল হয়ে যাওয়ার পর দীর্ঘ এক মাস চেষ্টার পর ২৪ এপ্রিল তিনি তার পেজ ফিরে পান।

 

পেজ ফিরে পাওয়ার পর এক আবেগঘন স্ট্যাটাসে পিনাকী লেখেন, “আমার পেইজ খাইয়া দেয়াতে অনেক সুবিধা হইছে। প্রথম সুবিধা, আমার আরেকটা পেইজ হইছে। এক মাসও হয় নাই, কয়েক লাখ ফলোয়ার হইছে। আলহামদুলিল্লাহ।” 

 

তিনি আরও জানান, আগে তিনি এককভাবে পেজ পরিচালনা করতেন, কিন্তু এখন সেটি একটি পেশাদার দল পরিচালনা করছে। “একটা গ্রুপ অব ডেডিকেটেড এক্সপার্ট পেইজ চালাইতেছে। পেইজে আর কোন ইস্যু হবে না ইনশাআল্লাহ,” বলেন পিনাকী। তিনি স্বীকার করেন, আগে পেজ সুরক্ষার ব্যাপারে তার কোনো ধারণা ছিল না, কিন্তু এখন বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে তার যোগাযোগ ইতিবাচক হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “পেইজের হেলথ আশা করি আর মাস তিন চারেকের মধ্যে খুব ভালো অবস্থায় পৌঁছাবে।”

 

 

পেজ ফেরত পাওয়ার অভিজ্ঞতাকে তিনি অবিশ্বাস্য বলে বর্ণনা করেন। পিনাকী লিখেন, “যখন আশা ছাইড়াই দিছিলাম, তখন বিদ্যুৎ চমকের মতো সাহায্য আসছে।”

নিজের অভিজ্ঞতা থেকে তিনি মত প্রকাশ করেন, “আপনার রাজনীতি যদি ঠিক থাকে, তাইলে আপনি কোথাও আটকাবেন না। আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না।”