
Shaifur Rahman (সাইফুর রহমান )
আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থাকেন কলকাতার বিভিন্ন এলাকায়। যাদের অর্থ বেশি তারা আরাম আয়েশ ও ফুর্তিময় জীবন অতিবাহিত করছেন।
অবাক বিষয় হলো, যে লোকটি আমাকে কল দিয়েছে তিনিও সেখানে রয়েছেন। তিনি আর্থিকভাবে তেমন সম্পদশালী নন।
তবে অন্যদের এই ফুর্তিময় লাইফ দেখে যা জানালো তা হলো, প্রতিদিন কোটি কোটি টাকার ভাগ যাচ্ছে বাংলাদেশ থেকে।
বিশেষ করে সাভার এলাকার অনেকের নাম ও তথ্য সহ আমাকে জানিয়েছে। যেহেতু আমি এসববিষয় উল্ল্যেখ করে লেখালিখি করিনা তাই নামগুলো গোপন রাখলাম।
তবে এখানে বিএনপির নেতাদের নাম রয়েছে যারা গার্মেন্টসের ঝুট ব্যবসায় জড়িত রয়েছে।
আওয়ামিলিগের যারা একসময় সাভার আশুলিয়ায় এসব নিয়ন্ত্রণ করতো, তাদের জায়গায় এখন বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে।
কিন্তু, তারা অর্জিত টাকাগুলো উভয়পক্ষ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে।
তথ্যদাতা বললো, প্রতিদিন অন্তত কোটি টাকার উপর কলকাতায় টাকা পাচার হচ্ছে।
দেশ থেকে বাইরে গেলেও তারা আগের মতোই শক্তিশালী।
আমাদের মিডিয়ার অনুসন্ধানী টিম 'সিক্রেট আইজ' শীঘ্রই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে কারা এবং কিভাবে এসব করছে।