
লুৎফুন নাহার লুনা
রিমান্ডের প্রথম দিন এডিসি নাজমুল ইসলাম আমাকে বলেছিলেন,
"বিএনপি হলে তোমরা তো শাহবাগে দাঁড়াতেই পারতে না ।"
১৮ এর কোটা সংস্কার আন্দোলন দমাতে তাদের ভূমিকা অসীম ছিলো ।
আমাদের ২০ লক্ষ এর গ্রুপ তারাই হ্যাক করেছিলো ।
১৮ এর নির্বাচনে ভোট দিতে গিয়ে শুনি,আমার ভোট দেওয়া হয়ে গেছে।
ফেইসবুকে পোস্ট দিয়েছিলাম,
জীবনের প্রথম ভোট তাও নিজে দিতে পারিনি । আমার ভোট নাকি আগেই কেউ দিয়ে দিয়েছে । এমন পোস্টের পরে তিনি আমাকে ম্যাসেজ করেছিলেন যাতে এভাবে না লেখি। এমন কি যতবার ই কথা হয়েছে তিনি আমাকে বুঝিয়েছেন, নারী হিসেবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা আগে জরুরি ।
এসব পোস্ট দিয়ে শত্রু বাড়ানোর কি দরকার!!
সাইবার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি । তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ।
এখন আমার সাথে ভাল ব্যবহার করেছে বলে তার অপরাধগুলো ম্লান হয়ে যায় না ।
তিনি তার ফেইসবুক প্রোফাইল এবং পেজে সরকারের পক্ষে যেভাবে লিখতেন তাতে তিনি যে একজন পুলিশ কর্মকর্তা এটার চাইতেও তিনি সাবেক ছাত্রলীগের হল সভাপতি এটাই বোঝা যেত ।
হ্যা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অবস্থায় ছাত্রলীগের রাজনীতি করতেন এবং পোস্টেড ছিলেন ।
আজ তিনি বিএনপি সাজলে ই বা বিএনপি কে অনৈতিক সুবিধা দিতে চেয়ে ছদ্মবেশ ধারণ করলেই বিএনপি হয়ে যাবেন না ।
আর আমলাদের দোষ দিয়েও তো লাভ নেই । যখন যে সরকার ক্ষমতায় আসে সবার আগে তারা পুলিশ কে দলীয়করণ করে ফেলে । এখন চাকরি বাঁচাতে তাদের ও তো ভোল পাল্টাতেই হয় তাইনা??
প্রশাসনের উপর থেকে রাজনৈতিক হস্তক্ষেপ না কমা অব্দি এমন অফিসারেরা রাজনৈতিক দলের ই থাকবেন । তারা জনগণের হতে পারবেন না ।
কারণ বিসিএসের কঠিন যাত্রা শেষ করে এসে কেউ চাকরি হারাতে চায় না| এটাই বাস্তবতা । এই সিস্টেম পরিবর্তন করতে না পারলে দেশ প্রেমিক সরকারি কর্মকর্তা পাওয়া যাবে না ।
লেখক: ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী