Image description

লুৎফুন নাহার লুনা

 

রিমান্ডের প্রথম দিন এডিসি নাজমুল ইসলাম আমাকে বলেছিলেন,

"বিএনপি হলে তোমরা তো শাহবাগে দাঁড়াতেই পারতে না ।"

১৮ এর কোটা সংস্কার আন্দোলন দমাতে তাদের ভূমিকা অসীম ছিলো ।

 
 

আমাদের ২০ লক্ষ এর গ্রুপ তারাই হ্যাক করেছিলো ।

১৮ এর নির্বাচনে ভোট দিতে গিয়ে শুনি,আমার ভোট দেওয়া হয়ে গেছে।

ফেইসবুকে পোস্ট দিয়েছিলাম,

জীবনের প্রথম ভোট তাও নিজে দিতে পারিনি । আমার ভোট নাকি আগেই কেউ দিয়ে দিয়েছে । এমন পোস্টের পরে তিনি আমাকে ম্যাসেজ করেছিলেন যাতে এভাবে না লেখি। এমন কি যতবার ই কথা হয়েছে তিনি আমাকে বুঝিয়েছেন, নারী হিসেবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা আগে জরুরি ।

এসব পোস্ট দিয়ে শত্রু বাড়ানোর কি দরকার!!

সাইবার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি । তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ।

এখন আমার সাথে ভাল ব্যবহার করেছে বলে তার অপরাধগুলো ম্লান হয়ে যায় না ।

তিনি তার ফেইসবুক প্রোফাইল এবং পেজে সরকারের পক্ষে যেভাবে লিখতেন তাতে তিনি যে একজন পুলিশ কর্মকর্তা এটার চাইতেও তিনি সাবেক ছাত্রলীগের হল সভাপতি এটাই বোঝা যেত ।

হ্যা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অবস্থায় ছাত্রলীগের রাজনীতি করতেন এবং পোস্টেড ছিলেন ।

আজ তিনি বিএনপি সাজলে ই বা বিএনপি কে অনৈতিক সুবিধা দিতে চেয়ে ছদ্মবেশ ধারণ করলেই বিএনপি হয়ে যাবেন না ।

আর আমলাদের দোষ দিয়েও তো লাভ নেই । যখন যে সরকার ক্ষমতায় আসে সবার আগে তারা পুলিশ কে দলীয়করণ করে ফেলে । এখন চাকরি বাঁচাতে তাদের ও তো ভোল পাল্টাতেই হয় তাইনা??

প্রশাসনের উপর থেকে রাজনৈতিক হস্তক্ষেপ না কমা অব্দি এমন অফিসারেরা রাজনৈতিক দলের ই থাকবেন । তারা জনগণের হতে পারবেন না ।

কারণ বিসিএসের কঠিন যাত্রা শেষ করে এসে কেউ চাকরি হারাতে চায় না| এটাই বাস্তবতা । এই সিস্টেম পরিবর্তন করতে না পারলে দেশ প্রেমিক সরকারি কর্মকর্তা পাওয়া যাবে না ।

লেখক: ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী