
খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ময়ুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
স্থানীয় সূত্রগুলো জানায়, শনিবার দুপুরের দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক সংলগ্ন ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা রবি টাওয়ার মেরামত যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। এ সময় সেখানে হাজির হয় কয়েকজন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী। টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দু’জন টেকনিশিয়ান নিখোঁজ হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি। তারপরও আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।
বিষয়টি নিয়ে রবির কারও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার ৮টি রবি টাওয়ার ভাঙচুর, তছনছ ও আগুনে জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। এরপর হতে ক্ষতিগ্রস্ত টাওয়ারের আওতায় থাকা কয়েক হাজার মোবাইল ফোন গ্রাহক গত ৩ মাস যাবৎ সেবাবঞ্চিত রয়েছেন।